princep street - Latest News on princep street| Breaking News in Bengali on 24ghanta.com
প্রিন্সেপ স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের ইঞ্জিন সংখ্যা নিয়ে বিভ্রান্তি

প্রিন্সেপ স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমকলের ইঞ্জিন সংখ্যা নিয়ে বিভ্রান্তি

Last Updated: Sunday, April 15, 2012, 09:15

বছরের শুরুতেই ফের শহরে ভয়াবহ আগুন। এবার অগ্নিকাণ্ড ১০ নম্বর প্রিন্সেপ স্ট্রিটের বহুতলের ৩ তলায়। শনিবার রাত ৯টা ১৫ নাগাদ প্রিন্সেপ স্ট্রিটের একটি বহুতলের ৩ তলায় আগুনের শিখা দেখা যায়। অল্প সময়ের মধ্যেই ৩ তলার গোটা চত্বরকেই গ্রাস করে আগুন।