Last Updated: Monday, June 18, 2012, 13:16
ইউরোয় আজ ইতালির মরণ বাঁচন ম্যাচ। কোয়ার্টার ফাইনালে যাওযার আশা জিইয়ে রাখতে হলে আয়ারল্যান্ডকে হারাতেই হবে আজুরিদের। যদিও জিতলেও শেষ আটের রাস্তা পরিষ্কার হচ্ছে না ইতালির। স্পেন-আয়ারল্যান্ড ম্যাচ যদি ২-২ গোলে বা তার বেশি গোলে অমীমাংসিতভাবে শেষ হয়, সেক্ষেত্রে ছিটকে যেতে হবে প্রান্দেলির দলকে।