Last Updated: Friday, December 20, 2013, 11:52
রবীন্দ্র ভারতীতে ছাত্রী নিগ্রহের ঘটনায় অভিযুক্ত বিশ্বজিত দেকেই সাধারণ সম্পাদক পদে বসানো হল। বিষয়টি জানতেন না বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে বিশ্বজিতের মনোনয়ন বাতিলের দাবি জানিয়ে নভেম্বর মাসেই রাজ্যপালকে একটি চিঠি দেওয়া হয়েছিল। সেই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছিল শিক্ষামন্ত্রীকেও। প্রশ্ন উঠেছে, তাহলে কেন শিক্ষামন্ত্রী দাবি করলেন বিষয়টি তিনি জানতেন না? তিনি তো এ কথাও জানেন যে, এ বার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্ববিদ্যালয়ে জিতেছে টিএমসিপি। তা হলে কে সাধারণ সম্পাদক হচ্ছেন, সেটা শিক্ষামন্ত্রীর না জানা একটু অস্বাভাবিক বলেই মনে করছেন বিশ্ববিদ্যালয়ের অনেকে।