Last Updated: Monday, October 7, 2013, 18:03
কলকাতা থেকে কয়েকদিনের ছুটি চুরি করে পাড়ি দিয়ে ছিলাম উত্তরাখণ্ডের দিকে। ব্যস্ত কলকাতা থেকে ছিনিয়ে নেওয়া গিয়েছিল মাত্র একটা সপ্তাহ। ডেস্টিনেশন ভীমতাল, নৈনিতাল, সাততাল, মুক্তিনাথ। তখনও উত্তরাখণ্ডকে ছুঁয়ে যায়নি বন্যার ভয়াবহতা।