Last Updated: Wednesday, May 30, 2012, 18:36
ফের বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ। ২০০০ সাল থেকে এই নিয়ে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হলেন আনন্দ। ইজরায়েলের বরিস গেলফাঁকে টাইব্রেকারে হারালেন আনন্দ। দ্বাদশ গেম পর্যন্ত দুজনেরই পয়েন্ট ছিল ছয়। তাই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রথম গেম ড্র হয় ৩২ চালে।