Last Updated: Saturday, April 21, 2012, 22:34
ইস্টবেঙ্গলের স্ট্রাইকার রবীন সিং`কে পেতে ঝাঁপাল মোহনবাগান। তবে তরুণ প্রতিশ্রুতিমান স্ট্রাইকারকে এখনও রাজি করাতে পারেননি সবুজ-মেরুন কর্তারা। ডেম্পো ম্যাচের পর গোয়ায় টেলিফোনে রবীনের সঙ্গে কথা বলে মোহনবাগান।