রবীনকে পেতে ঝাঁপাল মোহনবাগান

রবীনকে পেতে ঝাঁপাল মোহনবাগান

রবীনকে পেতে ঝাঁপাল মোহনবাগানইস্টবেঙ্গলের স্ট্রাইকার রবীন সিং`কে পেতে ঝাঁপাল মোহনবাগান। তবে তরুণ প্রতিশ্রুতিমান স্ট্রাইকারকে এখনও রাজি করাতে পারেননি সবুজ-মেরুন কর্তারা। ডেম্পো ম্যাচের পর গোয়ায় টেলিফোনে রবীনের সঙ্গে কথা বলে মোহনবাগান।

মোহনবাগানের থেকে বছরে ৭০ লক্ষ টাকারও বেশি চেয়েছেন রবীন সিং। যা শুনে বেশ খানিকটা পিছিয়ে এসেছে মোহনবাগান। এবারই ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে রবীন সিংয়ের। লাল-হলুদের থেকেও ৭০ লক্ষ টাকা চেয়েছেন তিনি। তবে ইস্টবেঙ্গল সূত্রের খবর, এই টাকা দিয়ে রবীন সিংকে রাখতে রাজি নয় তারা। তাই মোহনবাগান বাজিয়ে দেখছে রবীনকে। গোয়ারও একটি দলের অফার রয়েছে রবীন সিংয়ের কাছে।

First Published: Saturday, April 21, 2012, 22:34


comments powered by Disqus