Last Updated: Friday, June 20, 2014, 10:21
আরও ঘনীভূত হল ইরাক-সঙ্কট। সুন্নি জঙ্গিদের কবজায় চলে এসেছে সাদ্দাম হুসেনের রাসায়নিক অস্ত্র তৈরির কারখানা। কিছু পুরনো রাসায়নিক অস্ত্র এখনও সেখানে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে জঙ্গিদের পক্ষে সেগুলি সক্রিয় করা কঠিন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাহলেও গোটা পরিস্থিতি আরও উদ্বেগজনক আকার নিল বলে মনে করছে আন্তর্জাতিক মহল। হিংসার আগুনে পুড়ছে ইরাক। একের পর এক শহরের দখল চলে যাচ্ছে জঙ্গিদের হাতে।