Last Updated: Thursday, December 13, 2012, 19:14
বিধানসভায় পরিষদীয় সচিব বিল এনে কী দলীয় বিধায়কদের ক্ষোভ প্রশমিত করতে চাইছেন মুখ্যমন্ত্রী? শুধু বিরোধী দলই নয়, বিভিন্ন মহলে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। বৃহস্পতিবার বিরোধীহীন বিধানসভায় পরিষদীয় সচিব বিল পাস করাল সরকার। এই বিলের মাধ্যমে একধাক্কায় আরও ৪৪ জন বিধায়ককে রাষ্ট্রমন্ত্রীর সমমর্যাদার পদে নিয়ে আসবে সরকার।