Last Updated: Tuesday, January 3, 2012, 11:17
বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাধায় সিঙ্গুর ছেড়ে সানন্দে চলে যেতে হয়েছিল টাটাদের। গুজরাতের সানন্দ এখন দেশের শিল্প মানচিত্রে উঠে এসেছে প্রথম সারণীতে। কীভাবে এই কাজ সম্ভব হল, তা দেখতে গুজরাত যাওয়ার কথা ছিল এরাজ্যের বিধায়কদের। কিন্তু, শেষমুহূর্তে তাতেও বাধ সাধলেন মুখ্যমন্ত্রী।