Last Updated: Friday, February 15, 2013, 12:12
আজ সরস্বতী পুজো। বাঙালিদের চিরন্তন প্রেম দিবস। গত কাল ভ্যালেন্টাইনস ডের রেশ কাটতে না কাটতেই আজকে হাতের মুঠোয় আর একটা গোটা প্রেমের দিন। সরস্বতী পুজোর আবেদন কিন্তু সার্বজনীন। ভ্যালেন্টাইনস ডে-র পাশ্চাত্য প্রভাব নিয়ে যাঁরা নাক সিঁটকান আজকের দিনে কিন্তু তারাও বেশ উদার। সরস্বতী পুজোয় প্রেম নিয়ে একটু বড়োরা যেমন নস্ট্যালজিক, জেন ওয়াইও তেমনই রোম্যান্টিক। নতুন শাড়ি, ভরপুর ঝাড়ি, সরস্বতী পুজোর মূল মন্ত্র। স্কুল কলেজের জিনস টপের আধুনিকারা আজ অনভ্যস্ত শাড়ির আঁচলে অনন্যা।