Last Updated: January 28, 2012 00:14

কোথাও প্রকাণ্ড মন্ডপে, কোথাও আবার ঘরের কোণে, গোটা বাংলা জুড়ে বিভিন্ন রূপে-রঙে-মাপে আজ শুধুই সরস্বতী। একটা দিন পড়াশুনোর ছুটি। খুদে পায়ে জড়িয়ে যাওয়া বাসন্তী শাড়ি, প্রথমবার 'তার' হাত ধরে হাঁটার অনুভুতি, সব মিলে আরও একটা সরস্বতী পুজো। সঙ্গে অঞ্জলি, নৈবেদ্য তো আছেই।
মাঘের শুক্লাপঞ্চমীতে ভোর থেকেই বাগদেবীর আরাধনায় মেতেছে গোটা বাংলা। স্কুলে, কলেজে, পাড়ার মোড়ে, পড়ুয়াদের ঘরে ঘরে সকাল থেকেই ধুপ-ধুনোর গন্ধ। ভোর হতে না-হতেই স্নান সেরে সেজে-গুজে রাস্তায় বেরিয়ে পড়েছে ছাত্র-ছাত্রীরা। কারও গন্তব্য স্কুল-কলেজ, আবার কেউ দিনটা কাটানোর পরিকল্পনা করেছে নিছক আড্ডায়। খুচরো খিদে মেটাতে রয়েছে প্রসাদ। পশ্চিমী পোশাক ফেলে ট্রেন্ডি টিন-রাও আজ আদ্যন্ত ট্রাডিশনাল।
তবে আনন্দের মাঝখানে কপালে ভাঁজ ফেলেছে চড়া বাজারদর। পুজোর বাজারে ফলের দাম তুঙ্গে। সেই সঙ্গে বিয়ের মরশুম চলায় তরতর করে বেড়েছে ফুলের দামও। তাই অল্প বাজেটে পুজোর আয়োজন করতে হিমশিম খাচ্ছে খুদেরা। তবে তাতে আনন্দে ভাটা পড়েনি একটুও। বাঙালির ভ্যালেন্টাইনস ডে বলে কথা!
First Published: Saturday, January 28, 2012, 14:52