Last Updated: Wednesday, January 30, 2013, 14:04
সলমল রুশদির কলকাতা সফর বাতিল করা হল। সূত্রে খবর, রাজ্য সরকারের আপত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুকার জয়ী এই লেখকের আজ কলকাতা বইমেলার একটি সাহিত্য সভায় যোগ দেওয়ার কথা ছিল। কলকাতা পুলিসের গোয়েন্দা বিভাগ মেলা কর্তৃপক্ষকে জানায় সলমন রুশদি এলে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে। রুশদির `ম্যানবুকার` জয়ী উপন্যাস `মিডনাইটস চিল্ড্রেন`এর প্রেক্ষিতে তৈরি সিনেমার প্রচারে লেখক ভারতে সফররত। সেই সূত্রেই আজ বইমেলার সভায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর। সফর বাতিল হওয়ায়, সেই সভাটিও বাতিল করা হয়েছে।