Last Updated: Thursday, October 18, 2012, 15:10
হাওড়ায় কন্ডাকটরের তিন ছাত্র কে বাস থেকে ফেলে দেওয়ার ঘটনায় গ্রেফতার হয়নি অভিযুক্তরা। মঙ্গলবার ভাড়া না
দেওয়ায় বাস থেকে ৩ ছাত্রকে ধাক্কা মারে কন্ডাক্টর। চাকায় পিষ্ট হয়ে এক ছাত্রের মৃত্যু হয়। এরপর চলন্ত বাস থেকে
নেমে পালিয়ে যায় চালক। পলাতক বাসের কন্ডাক্টরও।