Last Updated: Sunday, February 24, 2013, 19:23
চ্যাম্পিয়ন্স লিগে এ সি মিলানের কাছে হারের রেশ কাটিয়ে জয়ে ফিরল বার্সেলোনা। পিছিয়ে পরেও সেভিয়াকে দুই-এক গোলে হারালেন লিও মেসিরা। ডেভিড ভিয়া আর মেসির গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে বার্সেলোনা। খেলার ৪২ মিনিটে আলবার্তোর গোলে পিছিয়ে পরে পড়েছিল বার্সা। দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ঝাঁপান মেসিরা। ডেভিড ভিয়ার গোলে সমতা ফেরায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা।