Last Updated: February 24, 2013 19:23

চ্যাম্পিয়ন্স লিগে এ সি মিলানের কাছে হারের রেশ কাটিয়ে জয়ে ফিরল বার্সেলোনা। পিছিয়ে পরেও সেভিয়াকে দুই-এক গোলে হারালেন লিও মেসিরা। ডেভিড ভিয়া আর মেসির গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে বার্সেলোনা। খেলার ৪২ মিনিটে আলবার্তোর গোলে পিছিয়ে পরে পড়েছিল বার্সা। দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ঝাঁপান মেসিরা। ডেভিড ভিয়ার গোলে সমতা ফেরায় স্প্যানিশ চ্যাম্পিয়নরা।
কিছুক্ষণের মধ্যেই মেসির গোল বার্সার জয় নিশ্চিত করে দেয়। লা লিগায় টানা ১৫ ম্যাচে গোল করলেন আর্জেন্টিনীয় সুপারস্টার। জিতলেও বার্সা ডিফেন্ডারদের পারফরম্যান্স চিন্তায় রাখল কোচকে।
এই জয়ের ফলে লা লিগার তালিকায় ভ্যালেন্সিয়ার থেকে ১৫ পয়েন্টে এগিয়ে থাকল বার্সেলোনা।মঙ্গলবার স্প্যানিশ কাপের সেমিফাইনালের দ্বিতীয় পর্বে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবেন মেসিরা।
First Published: Sunday, February 24, 2013, 19:23