Last Updated: Monday, March 18, 2013, 11:27
মোহালিতে সিরিজ জয়ের লড়াইটা একটা সময় হয়ে উঠেছিল সময়ের সঙ্গে। সেই সময়কে হারিয়ে সাময়িক অস্বস্তি কাটিয়ে মোহালি টেস্ট বের করে নিল ভারত। গোটা একদিন বৃষ্টিতে ধুয়ে যাওয়া ম্যাচে ভারত জিতল একেবারে শেষ প্রহরে। সেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতেই টেস্ট সিরিজ জিতে গেল ভারত। সেই সঙ্গে মোহালিতে
মাইকেল ক্লার্কের দলের বিরুদ্ধে প্রতিশোধের বৃত্ত আঁকার প্রক্রিয়াটাও শেষ
ল্যাপে গিয়ে পৌঁছল। সিরিজ ফল এখন ধোনিদের পক্ষে ৩-০। আগামী শুক্রবার
দিল্লিতে শুরু হতে চলা সিরিজের শেষ টেস্ট জিতলে অসিদের হোয়াইটওয়াশ করে
ফেলবেন ধোনিরা।