Last Updated: March 17, 2013 10:20
চতুর্থ দিনের শেষে মোহালির সংক্ষিপ্ত স্কোরবোর্ড
ভারত- ৪৯৯ (ধাওয়ান ১৮৭, বিজয় ১৫৩, কোহলি ৬৭ ) (প্রথম ইনিংসে ভারতের লিড ৯১ রান)
অস্ট্রেলিয়া -৪০৮। ৭৫/৩
মোহালি টেস্ট জিততে ভারতের দরকার আর মাত্র সাত উইকেট। সোমবার ম্যাচের শেষ দিনে ভারতের সামনে থাকছে জয়ের হাতছানি। রবিবার চুতর্থ দিনের খেলার শেষের এক-দেড়ঘণ্টার মধ্যে অসি ব্যাটিংয়ের বিপর্য ধোনিদের জয়ের গন্ধ দিয়ে গেল।
প্রথম ইনিংসে ৯১ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমে ধাক্কা খায় অস্ট্রেলিয়া। মোহালিতে চতুর্থ দিনের পিচে অসিদের ধাক্কা দিলেন কোনও স্পিনার নন, এক পেসার। তিনি ভূবনেশ্বর কুমার। ভূবনেশ্বরের অনেকটা স্বপ্নের স্পেলে অসিরা হারাল ৫৫ রানের মধ্যে হারাল তিন উইকেট। ভূবনেশ্বরের সুইংয়ের দিশা করে উঠতে না পেরে ফিরে গেছেন ওয়ার্নার (২) , কোয়ান (৮), স্মিথ (৫)।
অস্ট্রেলিয়ার ভরাডুবির মধ্যে লড়ছেন ফিলিপ হিউজ। হিউজ ৫৩ রানে অপরাজিত আছেন। হিউজের সঙ্গে ব্যাট করছেন নাইটওয়াচম্যান নাথন লিঁয়।
ভূবনেশ্বর কুমার ২৫ রানে তিন উইকেট পেয়েছেন।
নাথান লিঁয়-র বল মোহালির সবুজ লং মিডউইকেটের বুক চিড়ে বাউন্ডারি সীমারেখা
ছুঁয়ে ফেলার সঙ্গে সঙ্গেই টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরিটি সেরে ফেললেন মুরলি
বিজয়। নিঁখুত টেস্ট ক্রিকেটিয় ধাঁচে ২২৫টি বল খেলে ১৩টই চার ও ২টি ছয় মেরে
শতরানের চৌকাঠ ছুঁয়ে গেললেন তিনি। এবং বেশ কিছুদিনের খরা কাটিয়ে টেস্টে
দুই ভারতীয় ওপেনার উপহার দিলেন জোড়া সেঞ্চুরি।
অন্যদিকে গতকাল শিখর ধাওয়ানের ঝোড়ো সেঞ্চুরির পর আজ যখন সারা দেশ তাঁর
দ্বিশতরানের প্রহর গুনছিল ঠিক তখনই আউট হয়ে গেলেন তিনি। গতকালের ব্যক্তিগত
১৮৫ রানের সঙ্গে আজ যোগ করলেন মাত্র ২ রান। ধাওয়ানের ১৭৪ বলে ১৮৭ রানের
রূপকথার ইনিংসটি সাজানো ছিল ৩৩টি বাউন্ডারি আর ২টি বিশাল ওভার বাউন্ডারি
দিয়ে। মোহালি টেস্টের চতুর্থ দিন অবশ্য সুখের হল না চেতেশ্বর পূজারার কাছে।
বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের শতরানকারী পূজারা মাত্র একরানের
মাথায় আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন।
First Published: Sunday, March 17, 2013, 17:13