Last Updated: Friday, January 3, 2014, 14:06
ফর্মুলা ওয়ান কিংবদন্তী মাইকেল শুমাখার আজ ৪৫ বছরে পা দিলেন। কিন্তু লক্ষ লক্ষ ভক্তের প্রার্থনা স্বত্ত্বেও আজও তিনি ফ্রান্সের হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শুমাখার। গত রবিবার আলপসে স্কি করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। তারপর থেকেই হাসপাতালে চিকিৎসাধীন সাত বারের ফর্মুলা ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন।