Last Updated: Tuesday, April 16, 2013, 11:59
প্রথম চারটি ম্যাচ রিজার্ভ বেঞ্চে বসিয়ে কাটিয়ে দিলেন। পুণে তখন লাস্ট বয়। চেন্নাইয়ের বিরুদ্ধে যখন মাঠে নামলেন সেই রাজকীয় শাসন। কোনও জড়তা নেই। চেন্নাইয়ের কয়েকশ টন ওজনের বোলারদের পিংপং বলের মতো ফুঁ করে উড়িয়ে দিলেন। মাত্র ১৬ বলে ৩৯ সঙ্গে চোখ জুড়ানো তিনটি ছয়। সবথেকে বড় কথা গতবারের আইপিএলে। এখনও দর্শকদের চোখে ভেসে বেড়ায় সেই বুদ্ধিদীপ্ত ক্যাচ। শেন ওয়াটসনের মারা বাউন্ডারির ধার থেকে অকল্পনীয়ভাবে ছয় বাঁচিয়ে ক্যাচ লোফা। হয়ত ক্রিকেট ইতিহাসে সেরা ক্যাচের মধ্যে অনতম্য হয়ে থাকবে। আপনি জানান স্টিভ স্মিথ কী আইপিএলের সত্যি `বিস্ময় বালক`?