Last Updated: Monday, May 19, 2014, 13:26
নিজের মেয়েকে ধর্ষণ ও পায়ুকামে বাধ্য করার অপরাধে এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল দিল্লির এক আদালত। অতিরিক্ত দায়রা বিচারক রায় দানের সময় জানিয়েছেন দোষী ব্যক্তি মানবতার সমস্ত সীমাই লঙ্ঘন করেছে। সে শুধু তার মেয়েকে ধর্ষণ করেনি ভারতীয় সংবিধান অনুযায়ী তাঁকে `অপ্রাকৃত` যৌনক্রিয়ায় বাধ্য করেছে।