Last Updated: May 19, 2014 13:26

নিজের মেয়েকে ধর্ষণ ও পায়ুকামে বাধ্য করার অপরাধে এক ব্যক্তিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিল দিল্লির এক আদালত। অতিরিক্ত দায়রা বিচারক রায় দানের সময় জানিয়েছেন দোষী ব্যক্তি মানবতার সমস্ত সীমাই লঙ্ঘন করেছে। সে শুধু তার মেয়েকে ধর্ষণ করেনি ভারতীয় সংবিধান অনুযায়ী তাঁকে `অপ্রাকৃত` যৌনক্রিয়ায় বাধ্য করেছে।
আদালতে রায় দানের সময় অপরাধী একেবারেই নির্বিকার ছিল। নিজের অপরাধ নিয়ে বিন্দুমাত্র অনুশোচনার বদলে বার বার কাঠগোড়ায় দাঁড়িয়ে সে বলতে থাকে তার মেয়ে ও স্ত্রী যৌনকর্মী।
২০১২ সালে, ৬ জুলাই নিগৃহীতা মহিলা তাঁর বাবার বিরুদ্ধে ধর্ষণ ও জোরকরে `অপ্রাকৃত` যৌনক্রিড়ার অভিযোগ আনেন। পরের দিন মেয়েটি তাঁর মাসিকে খবর পাঠায়। তার নিজের মা তাঁদেরকে ছেড়ে চলে যাওয়ার পর এই মাসিকেই বিয়ে করে তাঁর বাবা। মেয়েটি তার বাবা, সৎ মা ও তিন ভাইয়ের সঙ্গে থাকত।
মেয়েটি অভিযোগ করে এর আগেও বহুবার বাবার হাতে ধর্ষিত হতে হয়েছিল তাঁকে। এমনকি মূল ঘটনার এক সপ্তাহ পরে ওই ব্যক্তি মেয়েটির ফের শ্লীলতাহানি করে তার সঙ্গেই পরিবারের অনান্যদের অনুপস্থিতে গরম ছুরি নিয়ে তাঁর উপর আক্রমণ করে।
এর আগে আরও বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত থাকার কারণে বেশ কয়েকবার হাজত বাস হয়েছে অপরাধী ব্যক্তির।
First Published: Monday, May 19, 2014, 13:26