son in law day - Latest News on son in law day| Breaking News in Bengali on 24ghanta.com
বৃষ্টি ভেজা জামাইষষ্ঠীতে ইলিশ না থাকার নালিশ

বৃষ্টি ভেজা জামাইষষ্ঠীতে ইলিশ না থাকার নালিশ

Last Updated: Friday, June 14, 2013, 10:32

জামাইষষ্ঠীতে জামাইরা ঘেমে নেয়ে এক হাতে আমের ব্যাগ, আর একহাতে দইয়ের হাঁড়ি নিয়ে শ্বশুরবাড়ি যাবে এমনটাই দেখে অভ্যস্ত রাজ্যের মানুষ। কিন্তু এবারের জামাইষষ্ঠীটা একটু আলাদা। জামাইরা ভিজে গায়ে এবারের জামাইষষ্ঠীতেও শ্বশুরবাড়ি গেলেন ঠিকই, কিন্তু সেটা ঘামে নয় বৃষ্টিতে ভিজে। তবে বাকি সব এক আছে। এই ফোর জি-র যুগে বাঙালির জামাইষষ্ঠী চলছে সব নিয়ম মেনেই।