Last Updated: Saturday, December 15, 2012, 09:23
পাক হেফাজতে ক্যাপ্টেন সৌরভ কালিয়ার মৃত্যুর ঘটনায় অবিলম্বে ইসলামাবাদকে ব্যবস্থা নিতে বলল নয়াদিল্লি।
গতকাল ভারতে এসে এবিষয়ে পাক অভ্যন্তরীণ মন্ত্রী রেহমান মালিকের মন্তব্যে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
মালিক বলেন, আবহাওয়া নাকি পাক সেনার বুলেট, ক্যাপ্টেন কালিয়ার মৃত্যুর কারণ কি তা তিনি জানেন না।