Last Updated: Friday, May 2, 2014, 19:48
ত্বকের কোষ থেকে জনন কোষ তৈরি করে নজির সৃষ্টি করলেন বিজ্ঞানীরা। দাবি ইনফার্টিলিটির মতো গুরুতর সমস্যার সমাধানে এই আবিষ্কার যুগান্তকারী হবে। চামড়ার অংশ থেকে জনন কোষের প্রাথমিক অবস্থা তৈরি করতে সমর্থ হয়েছেন বিজ্ঞানীরা।