Last Updated: May 2, 2014 19:48
ত্বকের কোষ থেকে জনন কোষ তৈরি করে নজির সৃষ্টি করলেন বিজ্ঞানীরা। দাবি ইনফার্টিলিটির মতো গুরুতর সমস্যার সমাধানে এই আবিষ্কার যুগান্তকারী হবে। চামড়ার অংশ থেকে জনন কোষের প্রাথমিক অবস্থা তৈরি করতে সমর্থ হয়েছেন বিজ্ঞানীরা।
আইপিএসসিস (iPSCs) ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে এই আবিষ্কারের যুগান্তকারী ফল পাওয়া যেতে পারে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। শুক্রানু কোষের গঠন জানতেও এই আবিষ্কার কাজে আসবে, এমনই আশা বিজ্ঞানীদের।
কীভাবে হল এই আবিষ্কার? ব্যাখ্যাই বা কী? মোন্টানা স্টেট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী রেনী রেজিও বলেন, "শুক্রানু কোষের বিকাশ নিয়ে আমরা পর্যবেক্ষণ শুরু করি।" কোষ ট্রান্সপ্লান্টেশনের মাধ্যমে পরীক্ষা সফল হয়েছে বলেও জানিয়েছেন রেনী।
First Published: Friday, May 2, 2014, 19:48