Last Updated: Thursday, March 27, 2014, 22:15
তাঁর টার্গেট গান দিয়ে ভোটারদের মন জয়। তাঁর বিশ্বাস শ্রীরামপুর থেকে তাঁর জয় এখন সময়ের অপেক্ষা। মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরুপ মন্তব্য করতেও নারাজ তিনি। কিন্তু, শ্রীরামপুরে সন্ত্রাস হলে কীভাবে তার মোকাবিলা করবেন তানিয়ে রীতিমতো চিন্তিত সুরকার- গায়ক বিজেপি প্রার্থী বাপ্পি লাহিড়ি।