Last Updated: Tuesday, January 10, 2012, 15:33
শেষ পর্যন্ত নির্বাচন কমিশনের কড়া ফরমানে `বেড়ালের গলায় ঘণ্টা বাঁধার` দুরূহ কাজে হাত দিল উত্তরপ্রদেশের আমলাতন্ত্র। মঙ্গলবার সকাল থেকে রাজধানী লখনউ-এর অম্বেডকর পার্ক এবং নয়ডার রাষ্ট্রীয় দলিত প্রেরণাস্থলে শুধু হল মুখ্যমন্ত্রী মায়াবতীর মূর্তিকে `পর্দানশিন` করার কাজ।