Last Updated: Thursday, July 4, 2013, 13:29
চিকিৎসা বিজ্ঞানের জগতে আলোড়ন ফেলে দুই মার্কিনির দেহ এডসের ভাইরাস মুক্ত হল। ব্রিঘাম ও বস্টনেড় ওমেনস হাসপাতালের ডাক্তাররা দাবি করলেন এইডসে আক্রান্ত ওই দুই রোগীর রক্ত বা কলায় আর এইচআইভি ভাইরাস নেই। অস্থি মজ্জার স্টেম সেল প্রতিস্থাপন করেই ওই দুই ব্যক্তি সেরে উঠেছেন বলে দাবি চিকিৎসকদের।