স্টেম সেল থেরাপির মাধ্যমে মার্কিন মুলুকে এইডস মুক্ত দুই

স্টেম সেল থেরাপির মাধ্যমে মার্কিন মুলুকে এইডস মুক্ত দুই

 স্টেম সেল থেরাপির মাধ্যমে মার্কিন মুলুকে এইডস মুক্ত দুইচিকিৎসা বিজ্ঞানের জগতে আলোড়ন ফেলে দুই মার্কিনির দেহ এডসের ভাইরাস মুক্ত হল। ব্রিঘাম ও বস্টনেড় ওমেনস হাসপাতালের ডাক্তাররা দাবি করলেন এইডসে আক্রান্ত ওই দুই রোগীর রক্ত বা কলায় আর এইচআইভি ভাইরাস নেই। অস্থি মজ্জার স্টেম সেল প্রতিস্থাপন করেই ওই দুই ব্যক্তি সেরে উঠেছেন বলে দাবি চিকিৎসকদের।

যথাক্রমে আট ও ১৫ সপ্তাহ আগে রেট্রোভাইরাল থেরাপি বন্ধ করেও ওই দুই ব্যক্তির শরীরে আর এইডের জীবাণু খুঁজে পাওয়া যায়নি।

সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে রেট্রোভাইরাল থেরেয়াপি বন্ধ করার চার থেকে আট সপ্তাহের মধ্যে আক্রান্তদের শরীরে এইচআইভি ভাইরাস ফিরে আসে।

বস্টনের দুই ব্যক্তি ছাড়াও মিসিসিপির এক শিশুর দেহকেও চিকিৎসকরা এইডস মুক্ত করতে পেরেছেন বলে খবর।

First Published: Thursday, July 4, 2013, 13:29


comments powered by Disqus