Last Updated: Thursday, July 26, 2012, 17:57
মায়ানমারের পার্লামেন্টে প্রথম ভাষণ দিলেন আং সাং সু কি। আর তাঁর প্রথম বক্তব্যেই উঠে এল সামরিক শাসনাধীন দেশের আইন শৃঙ্খলা ও
জাতিগত সংখ্যালঘুদের অধিকার রক্ষার কথা। তাঁর মতে সংখ্যালঘু অধ্যুষিত
অঞ্চলগুলোর অধিক দারিদ্রতাই ওই অঞ্চলগুলোর অনুন্নয়নের কারণ।