Last Updated: Friday, November 30, 2012, 10:17
অর্থ মন্ত্রক থেকে অতিরিক্ত ভর্তুকি মিললে রান্নার গ্যাসের ভর্তুকি সিলিন্ডারের সংখ্যা ছয় থেকে নয় করতে রাজি তেল মন্ত্রক। গতকাল এবিষয়ে কথা বলতে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে দেখা করেন পেট্রোলিয়াম মন্ত্রী এম বীরপ্পা মইলি। তখনই তিনি প্রস্তাব দেন, অর্থ মন্ত্রক চলতি অর্থ বর্ষে ভর্তুকি বাবদ অতিরিক্ত তিন হাজার কোটি টাকা মঞ্জুর করলে বছরে ভর্তুকি সিলিন্ডারের উর্ধসীমা বাড়়িয়ে ছয় থেকে নয় করতে পারে পেট্রোলিয়াম মন্ত্রক।