Last Updated: Monday, April 7, 2014, 20:31
ফের শহরে রিজওয়ানুর হত্যাকাণ্ডের ছায়া। গত কাল রাত আটটা-সাড়ে আটটা নাগাদ একুশ বছরের সুমন দাসের মৃত্যুর খবর পৌছয় তাঁর সল্ট লেক সুকান্ত নগরের বাড়িতে। খবর দেন তাঁরই বান্ধবী তনুশ্রী দাস। পরিকল্পিত ভাবে সুমনকে হত্যার জন্য তাঁর বাড়ির লোকজন অভিযোগ এনেছেন তনুশ্রী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে।