Last Updated: Friday, April 6, 2012, 18:15
মহাকরণে এসে মুখ্যমন্ত্রীর সামনে আত্মসমর্পণ করেছেন সুচিত্রা মাহাত, জাগরী বাস্কের মতো মাওবাদী নেত্রীরা। সরকারের তরফে ফলাও করে তার প্রচারও হয়েছে। অথচ জঙ্গলমহলের বেশ কয়েকজন মাওবাদী দীর্ঘ কয়েক মাস ধরে সমাজের মূল স্রোতে ফিরতে চাইলেও, ফিরতে পারছেন না। তাদের অভিযোগ, পুলিস এবং সিআরপিএফকে চিঠি দিয়ে আত্মসমর্পণের ইচ্ছাপ্রকাশ করেও কোনও সদুত্তর মেলেনি।