taxi strike in kolka - Latest News on taxi strike in kolka| Breaking News in Bengali on 24ghanta.com
ধর্মঘটে ট্যাক্সিশূন্য শহর

ধর্মঘটে ট্যাক্সিশূন্য শহর

Last Updated: Thursday, April 19, 2012, 22:52

ধর্মঘটের পথ না ছাড়লে ট্যাক্সিচালক ও মালিকদের বিরুদ্ধে অনমনীয় মনোভাব নেবে রাজ্যের পরিবহণ দফতর। ১০ দফা দাবিতে একদিনের প্রতীকী ট্যাক্সি ধর্মঘট চলাকালীন হাওড়া স্টেশনে বৃহস্পতিবার এই মন্তব্য করলেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র। অন্যদিকে, এদিনের ট্যাক্সি ধর্মঘটে কার্যত ট্যাক্সিশূন্য ছিল শহর। ১০ দফা দাবিতে সব ক`টি সংগঠনের ডাকা এক দিনের প্রতীকি ট্যাক্সি ধর্মঘটের সর্বাত্মক সাড়া মিলল কলকাতায়।