Last Updated: Thursday, September 6, 2012, 19:59
সিঙ্গুর জমি বিতর্কের জট এখনও কাটেনি। এরমধ্যেই `পরিবর্তনের` পর টাটাগোষ্ঠীর সঙ্গে এই প্রথম চুক্তিবদ্ধ হতে চলেছে রাজ্য সরকার।একশো দিনের কাজের প্রকল্প নিয়ে শুক্রবার রাজ্যের সঙ্গে চুক্তিবদ্ধ হতে চলেছে টিসিএস। কাজের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা প্রক্রিয়া ডিজিটাইজ করার পাশাপাশি প্রায় দেড় কোটি বায়োমেট্রিক কার্ডও বানাবে টাটারা। পাঁচ বছরের এই প্রকল্পে খরচ হবে একশো তিন কোটি টাকা।