Last Updated: Wednesday, August 29, 2012, 20:40
এবার কর্তব্যরত এক ট্রাফিক সার্জেন্টকে নিগ্রহের অভিযোগ উঠল দুই তৃণমূলের যুব নেতার বিরুদ্ধে। হেলমেট না থাকায় এক বাইকআরোহীকে আটকানোর জেরেই এই হেনস্থা বলে অভিযোগ ট্র্যাফিক সার্জেন্ট অনুজ চাকলাদারের। অনুজবাবুর অভিযোগ, নিজেকে তৃণমূলের যুব নেতা বলে পরিচয় দিয়ে সদলবলে তাঁর ওপর চড়াও হন ওই বাইক আরোহী।