transperancy - Latest News on transperancy| Breaking News in Bengali on 24ghanta.com
বিধানসভায় পাস হলেও চিটফান্ড নিয়ন্ত্রন বিলে স্বচ্ছতার অভাব দেখছে বিরোধীরা

বিধানসভায় পাস হলেও চিটফান্ড নিয়ন্ত্রন বিলে স্বচ্ছতার অভাব দেখছে বিরোধীরা

Last Updated: Thursday, December 12, 2013, 23:20

আট মাসের মধ্যে পরপর দুবার চিটফান্ড নিয়ন্ত্রণে বিল আনলো রাজ্য সরকার। সারদা কেলেঙ্কারির পর এপ্রিল মাসে যে বিল আনে রাজ্য, তা খারিজ করে দিয়ে আজ ফের নতুন বিল আনা হয়েছে বিধানসভায়। সর্বসম্মতভাবে বিধানসভায় বিল পাস হয়েছে। তবে বিরোধীদের দাবি, এই বিলে রয়ে গিয়েছে স্বচ্ছতার অভাব।