Last Updated: Thursday, July 26, 2012, 10:24
কলকাতা পুরসভার নগর সৌন্দর্যায়নের পরিকল্পনা ঘিরে বিতর্ক দানা বাঁধল। অভিযোগ, শহরকে সাজাতে গঙ্গার তীর, রাস্তা, অলিতে-গলিতে বহু ব্যয়ে বাতিস্তম্ভ লাগানো হলেও মিটছে না নাগরিক স্বাচ্ছন্দ্যের নূন্যতম প্রয়োজন। পাশাপাশি এক্ষেত্রে বরাত বণ্টনে অনিয়মের অভিযোগ মিলেছে।