twin tower - Latest News on twin tower| Breaking News in Bengali on 24ghanta.com
এগারো পূর্ণ আতঙ্কের ৯/১- র

এগারো পূর্ণ আতঙ্কের ৯/১- র

Last Updated: Tuesday, September 11, 2012, 19:11

আজ থেকে ১১ বছর আগে নিউ ইয়র্কের আকাশছোঁয়া স্কাইলাইন থেকে মুছে গিয়েছিল টুইন টাওয়ার। প্রায় দেড় বছর আগে সমুদ্রে তলিয়ে গিয়েছে সেই হামলার চক্রান্তকারী ওসামা বিন লাদেনের দেহ। কিন্তু আজ এক দশক পার করেও গ্রাউন্ড জিরোর সেই ক্ষতস্থান একই রকম টাটকা। আল কায়দার আতঙ্ক থেকেও মুক্ত হতে পারেনি আমেরিকা।