Last Updated: Sunday, March 3, 2013, 09:30
উদ্বোধনের মাত্র দু বছরের মধ্যেই ভেঙে পড়ল উল্টোডাঙা ফ্লাইওভারের একাংশ। ফ্লাইওভারের স্টিফ কার্ভ গার্ডার খুলে নিচের খালে পড়ে যায়। ওই জায়গায় বাঁদিকে বাঁক নিয়েছে ফ্লাইওভার। কীভাবে এত অল্প সময়ের মধ্যে দুর্বল হয়ে গেল ফ্লাইওভারের গার্ডার, তা নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। রক্ষণাবেক্ষণের অভাব নাকি, গঠনগত ত্রুটি, তা নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।