Last Updated: Tuesday, October 4, 2011, 17:07
বাসে দুষ্কৃতী হামলায় পশ্চিম পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে প্রাণ হারালেন তেরো জন। নিহতেরা সকলেই শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষ। পুলিস জানিয়েছে, আজ সকালে কোয়েটার কাছে একটি বাস থামিয়ে দেয় মোটর বাইকে চড়ে আসা একদল দুষ্কৃতী। তারপর সমস্ত যাত্রীকে নিচে নামিয়ে,সারিবদ্ধ ভাবে দাঁড় করিয়ে,নির্বিচারে চলে গুলিবৃষ্টি। ঘটনাস্থলেই তেরো জন প্রাণ হারান।