Last Updated: Thursday, August 23, 2012, 10:45
দুহাজার চার সালের ফেব্রুয়ারি মাসে লঞ্চ হওয়ার পর থেকেই ফেসবুকের যাত্রাপথ মসৃণ। যত দিন গেছে হাউই গতিতে বেড়েছে ইউজার সংখ্যা। জনপ্রিয়তার পারদও বরাবরই উর্ধমুখী। তবে এবার নাকি সত্যিই ভাটা পড়েছে ৮ বছর পুরোনো এই সোশ্যাল ওয়েবসাইটের জনপ্রিয়তায়।