Last Updated: Thursday, August 29, 2013, 15:38
চিনের নতুন তারায় খসল মার্কিন শুক্রগ্রহ। ইউএস ওপেনে এই ম্যাচের ফলটাকে এভাবেই দেখছে টেনিস বিশ্ব। মার্কিন টেনিস তারকা ভেনাস উইলিয়ামসকে হারিয়ে চমকে দিলেন চিনের ঝেং জি। ইউ এস ওপেনের দ্বিতীয় রাউন্ডে ভেনাস হারলেন ৬-৩, ২-৬, ৭-৬। দুবারের ইউএস ওপেন চ্যাম্পিয়ন ভেনাস হারার পর প্রশ্ন উঠে গেল তার অবসর নিয়ে। আসলে কয়েক বছর ধরেই গ্র্যান্ডস্লামে বেশ খারাপ পারফরম্যান্স ভেনাসের।