Last Updated: Tuesday, April 9, 2013, 11:05
আইপিএল-৬-এর শুরুটা অসাধারণ করেও দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল গত বারের চ্যাম্পিয়নরা। সোমবার জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের কাছে ১৯ রানে পরাজিত হল কলকাতা নাইট রাইডার্স। শিল্পা শেঠির দলের ১৪৪ রানের জবাবে ১৯ ওভারে মাত্র ১২৫ রানেই খতম হল কিং খানের দলের যাবতীয় লড়াই।