Last Updated: Sunday, December 1, 2013, 17:25
বছরের শেষ হওয়ার আগেই ভারতীয় ক্রিকেটে এখন বিয়ের হিড়িক। দীনেশ কার্তিক থেকে পীযুষ চাওলা, বিনয় কুমার থেকে শ্রীসন্থ সবাই এখন সাতপাকে বাধা পড়ায় ব্যস্ত। শনিবারই বেঙ্গালুরতে বিয়ে করলেন পেসার বিনয় কুমার। গত মাসে বেইলি, ক্লার্ক, ওয়াটসনদের হাতে বেধড়ক মার খেয়ে দল থেকে বাদ পড়েছেন বিনয় কুমার। এবার বিনয়ের লড়াই শুরু হবে প্রত্যাবর্তনের। সেই লড়াইয়ে নামার আগে বিয়ের পিঁড়িতে বসলেন বিনয়। স্ত্রী-র নাম রিচা।