Last Updated: Thursday, November 22, 2012, 08:54
শীতকালিন অধিবেশনের প্রথম দিনই খারিজ হয়ে গেল তৃণমূলের আনা অনাস্থা প্রস্তাব। অনাস্থা আনতে চেয়ে লোকসভা অধ্যক্ষের দফতরে নোটিশ দিয়ে আসেন সুদীপ বন্দোপাধ্যায়। বিরোধীদের প্রবল চাপে বেলা ১২.৩০ টার পরেই মুলতুবি হয়ে যায় সংসদের উভয় কক্ষই। অধিবেশনের শুরুতেই সংসদের দুই কক্ষেই তুমুল হট্টগোল শুরু হয়ে যায়। উওর প্রদেশের রাজনীতি নিয়ে বিক্ষোভ শুরু করে সপা-বিএসপি। ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকে এই দু'দলের সাংসদরা। বেলা ১২.৩০টা অবধি মুলতুবি রাখা হয়েছিল লোকসভা। দিনের মত মুলতুবি হয়ে যায় রাজ্যসভা। প্রথম দফায় স্থগিত থাকার পর আবার ১২.৩০ টায় সংসদ শুরু হলে আবআর উত্তাল হয় সংসদ। আনাস্থা প্রস্তাব খারিজ করেই আজকের মত মুলতুবি করা হয় লোকসভাকে।