Last Updated: Saturday, July 5, 2014, 09:10
বিশ্বকাপে নয়া রেকর্ড গড়ল জার্মানি। ফ্রান্সকে হারিয়ে টানা চারবার বিশ্বকাপের সেমি ফাইনালে পৌছল এই ইউরোপিয়ান জায়ান্ট। রিওতে টান-টান উত্তেজনার ম্যাচে ফ্রান্সকে এক-শূন্য গোলে হারিয়ে দিল জোয়াকিম লো-র দল। জার্মানির হয়ে জয় সূচক গোলটি করেন ম্যাটস হামেলস।বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালের টাইটান ক্ল্যাশে বাজিমাত করল জার্মানি।