Last Updated: July 12, 2014 09:11

চব্বিশ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠেছে দেশ। ২৮ বছর পর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ। আর একটা ম্যাচ জিতলেই মেসি, মাসচেরানোদের মাথায় উঠবে বিশ্বসেরার শিরোপা। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকার সুযোগ হারাতে রাজি নন আর্জেন্টিনার সমর্থকরা। তাই ব্রাজিলের রিও ডি জেনিরোতে এখন তাঁদেরই ভিড়।
রবিবার মারাকানায় বিশ্বকাপের ফাইনালে জার্মানির মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বসেরা হিসেবে নিজেদের প্রমাণ করার সুযোগ মেসিদের সামনে। আর মারাকানায় ফাইনালে নিজেদের দলের হয়ে গলা ফাটাতে রিও ডি জেনিরোতে দলে দলে হাজির আর্জেন্টিনার সমর্থকরা। হোটেলে থাকার পয়সা নেই। তাই ঠাণ্ডা আর বৃষ্টিভেজা আবহাওয়াকে থোড়াই কেয়ার করে রিও-র সাম্বাড্রোমে ক্যাম্প করেছেন ক্যাস্টোরিনা, মিগুয়েল আর গিলেরমো-রা। খাওয়া-দাওয়া, আর গান---সব মিলিয়ে ক্যাম্প চত্বরে রীতিমত উত্সবের পরিবেশ। প্রতিদিনের খরচ জোগাড় করতে কেউ গান গাইছেন, কেউ জাগলিং দেখাচ্ছেন, কেউ বা আবার বিক্রি করছেন টুকিটাকি জিনিস। তাঁদের স্বপ্ন একটাই---মারাকানায় জার্মানিকে হারিয়ে চ্যাম্পিয়ন হোক আর্জেন্টিনা। ফুটবলের রাজপুত্র মেসির হাতে উঠুক বিশ্বসেরার ট্রফি। রবিবার ফাইনালের পরেও মিগুয়েল, ক্যাস্টোরিনাদের পার্টি চলে কিনা সেটাই এখন দেখার।
First Published: Saturday, July 12, 2014, 09:11