অজন্তা ফুটওয়্যার - Latest News on অজন্তা ফুটওয়্যার| Breaking News in Bengali on 24ghanta.com
সব কাজকেই জীবনের প্রথম মনে করি

সব কাজকেই জীবনের প্রথম মনে করি

Last Updated: Friday, October 19, 2012, 14:48

লম্বা, সুঠাম, পেশিবহুল চেহারার বাঙালি পুরুষ চিরকালই বিরল। আনন্দ ঘোষ তাঁদেরই একজন। তবে শুরুটা মোটেও এরকম ছিল না। রোগা, প্যাংলা চেহারা বলে বরাবরই বন্ধুমহলে ঠাট্টা করা হত তাঁকে নিয়ে। তারপর রীতিমত খেটেখুটে, ঘাম ঝরিয়ে তিনি আজকের আনন্দ।